Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

 

০১/০৭/১৯৯৭ সালে অফিস স্থাপন, কালাই উপজেলা চত্বরে পুরাতন আদালত ভবনের ০২ টি কক্ষ, একটি কক্ষ অফিসারের  ব্যবহারের জন্য অন্যটি কর্মচারীদের ব্যবহারের জন্য ব্যবহৃত হচ্ছে। দপ্তর প্রধান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এই অফিসের কার্যক্রম (ক) শিক্ষিত বেকার যুবদের আত্ন কর্মসংস্থানে উদ্ধদ্ধ করণ। যুবদের মাঝে কর্ম উদ্দীপনা সৃষ্টি সহ নানা ধরনের দেশ সেবা মূলক কাজে।

(খ) শিক্ষিত বেকার যুবদের আত্ন কর্মসৃষ্টির জন্য বিভিন্ন ট্রেনে প্রশিক্ষণ প্রদান। যেমনঃ হাঁস মুরগী ও গবাদি পশু পালন মৎস চাষ কম্পিউটার ইলেকট্রনিক্স এ রকম ১২-২০প্রকার প্রশিক্ষন।

(গ) শিক্ষিত বেকার যুবদের প্রকল্প সম্প্রসারনের জন্য ঋণ প্রদান কর্মসূচী। (ঘ) যুব সংগঠনের তালিকা ভূক্ত করন ও অনুদান কর্মসূচী এ ছাড়া যুবদের দেশ গঠনে করণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস পালন।

ছবি